Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা পরিষদের কার্যাবলী

জেলা পরিষদ একটি সংবিধিবদ্ধ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। বর্তমানে এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সময় সময় জারীকৃত পরিপত্র দ্বারা পরিচালিত হচ্ছে। জেলা পরিষদ এর স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন ও অধিকারে রাখার ক্ষমতা রয়েছে এবং পরিষদ এর নিজস্ব তহবিল রয়েছে। উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন ছাড়াও জেলা পরিষদ আইন,২০০০ অনুযায়ী নিম্নবর্ণিত বাধ্যতামূলক কাজ সম্পাদন করে থাকে। 

 

১।      জেলা পর্যায়ে সকল উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে সংশিস্নষ্ট মন্ত্রণালয়ে ও স্থানীয় সরকার বিভাগে এতদবিষয়ে প্রতিবেদন প্রেরণ করণ।

২।      উপজেলা পরিষদ ও পৌরসভা কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহের উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা করণ এবং স্থানীয় সরকার বিভাগে প্রতিবেদন প্রেরণ করণ।

৩।      জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন খেয়াঘাট ও পুকুর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ। 

৪।      রাসত্মার পার্শ্বে ও জনসাধারণের ব্যবহার্য স্থানে বৃক্ষরোপন ও উহার সংরক্ষণ।

৫।      জনস্বার্থে যাত্রী ছাউনী নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা।

৬।      ডাকবাংলোর ব্যবস্থা ও রক্ষণা-বেক্ষণ।

৭।      নিজস্ব জায়গায় মার্কেটের মতো আয় বর্ধক মুলক স্থাপনা নির্মাণ করত কর্মসংস্থানের ব্যবস্থা করা।

৮।      মেধাবী ও দরিদ্র ছাত্র/ছাত্রীদের সাহাযার্থে বৃত্তিপ্রদান কার্যক্রম।

৯।      মহানবী (সঃ) এর জন্মদিবস, জাতীয় দিবস, জাতীয় শোক দিবস, শহীদ দিবস ও অন্যান্য জাতীয় অনুষ্ঠান উদযাপন।

১০।     দুঃস্থ ব্যক্তিদের চিকিৎসা ও অনুদান প্রদান।

 

উপরোক্ত বাধ্যতামূলক কার্যাবলী ছাড়াও জেলা পরিষদ আইন,২০০০ এর প্রথম তফসিলের দ্বিতীয় অংশে শিক্ষা, সংস্কৃতি, সমাজকল্যাণ, অর্থনৈতিক কল্যাণ, জনস্বাস্থ্য, গণপূর্ত ও সাধারণ খাত সংশ্লিণ্ঠ কার্যাবলী সম্পাদনের বিধান রয়েছে।